জানা অজানা অগণিত তথ্য দিয়ে সাজানো সংবাদপত্রের পাতা। এ সবের মধ্যে উল্লেখযোগ্য তথ্য মনে দাগ কাটলেও, অনেকগুলোই দৃষ্টির অগোচরে থেকে যায়। আবার প্রথম পাতার সব শিরোনামও সবার পড়ার সুযোগ হয়না। মাল্টিনিউজের পাঠকদের জন্য এবার সেই অয়োজন সংবাদপত্রের পাতা থেকে। চলুন আজ
মঙ্গলবার (১৮ মার্চ) কোন সংবাদপত্রের প্রধান শিরোনাম কী, তা জেনে নিই।
বণিক বার্তা: যমুনার বুকে দেশের দীর্ঘতম ডাবল লাইন রেলসেতু
এখানে বলা হয়েছে, যমুনা নদীতে বিদ্যমান বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ করা হয়েছে স্বতন্ত্র রেলসেতু।
এটি দেশের দীর্ঘতম ডাবল লাইন রেলসেতু, যার দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার।
আজ মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সেতুর দুটি লাইন দিয়ে শুরু হবে ট্রেন চলাচল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণে বাস্তবায়িত সেতুটি নির্মাণে খরচ হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।
রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সেতুর পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বেলা ১১টা ২০ মিনিটে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে ছাড়বে উদ্বোধনী ট্রেন। সেতু পার হয়ে ট্রেনটি পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে ঘুরে আবার ইব্রাহিমাবাদ স্টেশনে ফিরে আসবে।
আজকের পত্রিকা: ‘বদলাচ্ছে বিসিএসের সিলেবাস’
বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়োগ পরীক্ষার সিলেবাসকে যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এ জন্য গঠিত কমিটি কাজও শুরু করেছে। কমিটির কাজ শেষে অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিমার্জিত সিলেবাস চূড়ান্ত করা হবে।
জনপ্রশাসন সংস্কার কমিশনও বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস সংশোধন ও ছয়টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
বিসিএস কর্মকর্তা নিয়োগে তিন ধাপে প্রার্থী বাছাই করা হয়। এগুলো হলো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা।
পিএসসির সূত্র বলেছে, বিসিএসের সিলেবাস বদলের উদ্যোগের অংশ হিসেবে বর্তমান সিলেবাস পর্যালোচনার জন্য কমিশনের নবম বিশেষ সভায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরে কমিটি গঠন করা হয় এবং পিএসসির একজন সদস্যকে এর আহ্বায়ক করা হয়।
কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে। তবে পিএসসিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও কিছু সদস্য বাদ পড়ার কারণে ‘সিলেবাস রিভিউ কমিটি’ পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির সদস্যসংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।
যুগান্তর: ‘সামনে বাম, পেছনে আওয়ামী লীগ’
এখানে বলা হয়েছে, বামদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টারপ্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।
ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানিসহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে।
একই সঙ্গে ফের সক্রিয় হয়ে উঠেছে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবরাও। যারা প্রায় নিয়মিত শাহবাগ, জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় প্রভৃতি এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী দোসররা।
এজন্য বিশ্লেষকদের অনেকে বলছেন, বাস্তবতা হলো- সামনে বাম, পেছনে রয়েছে আওয়ামী লীগ। আর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধুপ্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র।
দ্য ডেইলি স্টার: EC opposes key reform proposals
এই প্রতিবেদন অনুযায়ী, ১০টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যার মধ্যে রয়েছে আসন পুনর্বিন্যাস, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনের সময়সূচি এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তদন্তের প্রস্তাব।
গতকাল জাতীয় ঐক্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজকে পাঠানো এক চিঠিতে ইসি সতর্ক করেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে সংসদীয় নির্বাচনের সময় পিছিয়ে যেতে পারে।
ইসি জাতীয় ও সমস্ত স্থানীয় সরকার নির্বাচন চার মাসের মধ্যে সম্পন্ন করার প্রস্তাবের ব্যাপারে দ্বিমত পোষণ করেছে। তাদের যুক্তি, পূর্ব অভিজ্ঞতা বলছে যে স্থানীয় নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। তাই, এগুলো সম্পন্ন করতেই প্রায় এক বছর সময় লেগে যায়।
এছাড়া, নির্বাচন কমিশনারদের ব্যর্থতার বিষয়ে তদন্ত করার জন্য একটি সংসদীয় কমিটিকে ক্ষমতা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে ইসি।
প্রস্তাবিত নির্বাচন কমিশন অধ্যাদেশ ২০২৫-এরও বিরোধিতা করেছে ইসি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অপরাধমূলক দায়বদ্ধতা আরোপের কথা বলা হয়েছে এই অধ্যাদেশে।
ইসি বলেছে, এই বিধান কমিশনারদের স্বাধীনতা হ্রাস করবে ও তাদের রাজনৈতিক চাপে ফেলবে।
মানবজমিন: হাতে বেশি সময় নেই, ডিসেম্বরে- নির্বাচন’
এখানে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন।
গতকাল প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নাই, আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি। আমরা তো বলেছি- ডিসেম্বরে নির্বাচন হবে।”
“এর মধ্যে যা আমরা করতে চাই, যা করার সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। যত সংস্কার করার দরকার আছে করে ফেলা। কারও জন্য অপেক্ষা করে আমাদের কোনও ফায়দা হবে না।”
সমকাল: নির্বাচন এলে সবাই বেপরোয়া হয়, শক্ত থাকার নির্দেশ
এই প্রতিবেদনটি গতকাল সোমবার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের ওপর তৈরি।
যেহেতু নির্বাচন আসছে; নানা সমস্যা হবে, নানা চাপ আসবে। সবাই বেপরোয়া হয়ে যাবে। পুলিশকে সেখানে শক্ত থাকতে হবে। আইনের ভেতরে থাকতে হবে। পুলিশ কর্মকর্তাদের দল-মতের ঊর্ধ্বে থেকে নির্বাচনি পরিবেশ তৈরি করতে হবে,” প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওই বৈঠকে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের এই ধরনের নানা নির্দেশনা দেন।
এসময় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম তার বক্তব্যে বাহিনীকে সেবামুখী করতে এবং পুরোপুরি সঠিক ধারায় ফেরাতে স্বাধীন কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পুলিশ বাহিনী পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ, দাবি ও আশঙ্কার কথা তুলে ধরেন কর্মকর্তারা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের এ ধরনের বৈঠক এই প্রথম। এতে যে কোনো প্রভাবের বাইরে থেকে চাপমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করার বার্তা পেল পুলিশের মাঠ প্রশাসন।
জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা এ ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন গতকাল।
তিনি বলেন, বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।
নিউ এজ: Tk 18,873cr spent on training in 5 years
এখানে বলা হয়েছে, সরকার প্রতি বছর দেশে ও বিদেশে সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলেও এর তেমন কোনো ফল নেই।
অথনীতিবিদরা বলছেন যে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রত্যাশিত হারে বাস্তবায়ন না হওয়া এবং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা এর অন্যতম স্পষ্ট উদাহরণ।
স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, বাণিজ্য ও অন্যান্য বিভিন্ন খাতে সরকারি পরিষেবা পেতে সাধারণ জনগণের ভোগান্তিও প্রমাণ করে যে সরকারি কর্মকর্তাদের দক্ষতার স্তর উন্নত হয়নি।
২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকার প্রশিক্ষণ খাতে মোট পাঁচ হাজার ২৭২ দশমিক ২৯ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে প্রায় ৭৩ শতাংশ বা তিন হাজার ৮৩২ দশমিক ৭৯ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি), যা উন্নয়ন বাজেট নামেও পরিচিত, অধীনে রাখা হয়েছে।
প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্পেই দেশে ও বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে, যেখানে বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণকে স্টাডি ট্যুর বলা হয়।
সরকারি কর্মকর্তাদের মতে, মধ্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা বিদেশে স্টাডি ট্যুরকে বেশি পছন্দ করেন এবং মন্ত্রণালয় ও বিভাগগুলো উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনায় স্টাডি ট্যুর অন্তর্ভুক্ত করতে এবং তা বাংলাদেশ পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন করাতে আগ্রহী থাকে।
দেশ রূপান্তর: ধর্ষণের বিচারে নতুন ধারা
এখানে বলা হয়েছে, ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা, ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সনদের ভিত্তিতে মামলার কাজ চালানোসহ বেশ কিছু নতুন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
পাশাপাশি শিশু ধর্ষণের বিচার দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার বিধান রাখা হচ্ছে আইনে।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য আপাতত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করা হবে।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন), অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
পরে দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।