শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন তাসকিন

লাগবে না অস্ত্রোপচার

গোড়ালির পুরোনো চোট নতুন করে ভোগাচ্ছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে। ব্যথা নিয়েই খেলেছেন গত অক্টোবর থেকে, কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় অবশেষে মাঠের বাইরে যেতে হলো তাকে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দলেও তাই রাখা হয়নি এই গতিময় বোলারকে। তবে স্বস্তির খবর, তাসকিনের চোটে এখনই অস্ত্রোপচার প্রয়োজন নেই-লন্ডনে বিশেষজ্ঞদের পরামর্শে তা নিশ্চিত হয়েছে।

২৭ এপ্রিল লন্ডনে যান তাসকিন। সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। সেখানকার একজন গোড়ালি বিশেষজ্ঞ, একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট ও একজন স্পোর্টস সার্জনের যৌথ মূল্যায়নে সিদ্ধান্ত হয়, পুনর্বাসনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। তাই এক মাসের একটি সুপরিকল্পিত রিহ্যাব প্রোগ্রাম তৈরি করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের বর্তমান পরিস্থিতিতে অস্ত্রোপচার নয়, বরং ধাপে ধাপে পরিচালিত পুনর্বাসনই হবে সবচেয়ে কার্যকর পদ্ধতি। আমরা আশা করছি, এই প্রক্রিয়া সফলভাবে শেষ করতে পারলে জুনের শুরুতেই সে ম্যাচ ফিট হয়ে উঠবে।’