শ্রীলঙ্কায় ৬০ ওষুধের দাম ৪০% বৃদ্ধি

শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় অনেক ওষুধের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এরকম ওষুধের সংখ্যা অন্তত ৬০ টি। এসব ওষুধের দাম ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির
স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর চন্না জয়সুমানা ওষুধের দাম বৃদ্ধির অনুমতি দেওয়া নিয়ে নজিরবিহীন এক গেজেট বিজ্ঞপ্তি জারি করেছেন।

সম্প্রতি শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক পত্রিকা সিলন টুডে এই তথ্য দিয়েছে।

এদিকে, জ্বালানি ঘাটতির কারণে শ্রীলঙ্কার অনেক জায়গাতেই অনেক সময় জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে। প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। তবে, পহেলা মে শ্রমিক দিবস এবং ৩ মে পবিত্র রমজান উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ থাকার ঘোষণা দেওয়া হয়।

সিলন টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়ঃ
২ মে এবং ৪ মে সারাদেশের সবখানেই মোট প্রায় সাড়ে তিন ঘন্টা (৩ ঘন্টা ২০ মিনিট) করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোন এলাকায় কোন সমউ বিদ্যুৎ থাকবে না তা আগে থেকেই ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

ওদিকে৷ চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে আগামী বুধবার শ্রীলঙ্কার সংসদে অধিবেশন শুরু হতে যাচ্ছে। ওই অধিবেশনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে।

Comments (0)
Add Comment