যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ২১ শে ফেব্রুয়ারি পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং হাইকমিশনগুলো এ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে। বাদ যায়নি শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনও।
তবে, লক্ষ্য করার মতো বিষয় হলো- কলম্বোর বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শুধু হাজিরই থাকেন নি, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।
কলম্বোর বাংলাদেশ হাইকমিশনের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। কয়েকটি ছবি পোস্ট করে হাইকমিশনের টুইটে বলা হয়ঃ
স্বাধীনতা স্কয়ারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ এর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী রাজাপাকসের সদয় উপস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে সম্মানিত।