শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা

শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। রোববার দিন শেষে সরকারি এক বিবৃতিতে জরুরি অবস্থা জারি ঘোষণা করেন তিনি। বিবৃতিতে বিক্রমাসিংহে বলেছেন, তার প্রশাসন সামাজিক অস্থিরতা প্রশমিত করতে এবং দ্বীপ দেশটিকে আঁকড়ে ধরা অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে চায়।

তিনি বলেছেন, জননিরাপত্তার স্বার্থে, জনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে এটি করা সমীচীন। এ খবর দিয়েছে রয়টার্স।
উল্লেখ্য, জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে আশ্রয় নেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। এরপর শুক্রবার ইমেইলে পত্র পাঠিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

Comments (0)
Add Comment