একসময় রেস্টুরেন্ট ব্যবসায় ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এবার শেয়ার ব্যবসায় যুক্ত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
গত বুধবার সাকিবের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসসহ ৩০টি নতুন ব্রোকারেজ হাউস বা ট্রেকের (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) অনুমোদন দিয়েছে বিএসইসি। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই সদস্য হিসেবে শেয়ার ব্যবসা করার সনদ (ট্রেক) পাবে প্রতিষ্ঠানটি। ট্রেক হলো শেয়ারবাজারে লেনদেন করার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। যার মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করতে পারেন।
জানা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রস্তাবিত মোট ৫৪টি ট্রেকের মধ্যে প্রাথমিক অবস্থায় ৩০ ট্রেকের অনুমোদন দেওয়া হয়েছে।
আইপিএল থেকে দেশে ফিরে সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। ২৩ মে থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত করছেন নিজেকে।