শেষ পর্যন্ত জেতা হলো না রিয়াল মাদ্রিদের

ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদ নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত লিড ধরে রেখেছিল। ইনজুরি টাইমে আচমকা গোল খেয়ে বসল তারা। সান্তিয়াগো বার্নাব্যু থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিনিয়ে নিল। রোববার মাদ্রিদ ডার্বি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

৫৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের চূড়াতেই আছে রিয়াল। আগামী শনিবার তারা স্বাগত জানাবে দ্বিতীয় স্থানে থাকা জিরোনাকে। দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্টের। অ্যাটলেটিকো ৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে, তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পেছনে তারা।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, আমাদের দলের কাছ থেকে ভালো খেলা হয়েছে। খেলা নিয়ন্ত্রণ করেছিলাম আমরা কিন্তু দুর্ভাগ্যবশত শেষ মিনিটে একটি গোল খেলাম। আমরা ভালো করেছিলাম, জেতার দাবিদার ছিলাম। কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই। আমরা শীর্ষ দল এবং আগামী শনিবার বড় ধাপ ফেলার আরেকটি সুযোগ আছে।

Comments (0)
Add Comment