শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ও সুধাসদনসহ ৭ প্লট-ফ্ল্যাট জব্দ

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জব্দ করা হয়েছে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধসদনসহ সাতটি প্লট ও ফ্ল্যাট।

মঙ্গলবার (১১ মার্চ ) দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, শেখ হাসিনা ও পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের জন্য দুর্নীতি দমন কমিশন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই টাকা জব্দ করেছে দুদক।

এছাড়া সুধা সদনের পাশাপাশি, শেখ রেহানার সেগুনবাগিচা একটি, টিউলিপের গুলশানে একটি ও পরিবারের বনানীতে ৪টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক।

হাসিনা পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের ৭ সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Comments (0)
Add Comment