শুক্রবার থেকে রাজশাহীর সব রুটে পরিবহণ চলাচল বন্ধ

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিভাগীয় পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে এক জরুরি সভার পর তারা ওই ঘোষণা দেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষণায় মালিক শ্রমিকরা বলেন, আকস্মিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিভাগের এক জেলা থেকে আরেক জেলায় কোনো পরিবহণ চলাচল করবে না। এই সময়ে মোটর শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। জ্বালানির দাম বাড়ায় পরিবহণ ভাড়া সমন্বয় না করা হলে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন।

Comments (0)
Add Comment