ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ১২ থেকে ১৫ বছরের শিশুদের বেলায় নিরাপদ ও কার্যকর। শুধু তাই নয়, শিশুদের দেহে শক্তিশালী অ্যান্টিবডিও তৈরি করতে সক্ষম এই টিকা।
বুধবার এক বিবৃতিতে ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহি আলবার্ট বোরলা এ তথ্য জানিয়েছেন।
ফাইজার জানিয়েছে, স্কুলগুলোর আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে শিশুদের শরীরে টিকাটির প্রয়োগ শুরু হতে পারে।
ইতোমধ্যে ফাইজারের করোনার টিকা ১৬ বছর বয়সী শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। স্কুলগামী শিশুদের শরীরে টিকাটি কাজ করবে কি না নতুন পরীক্ষায় সেই তথ্যটি জানা গেলো।
বিবৃতিতে বলা হয়েছে, ১২ থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২৬০ জন শিশুর ওপর টিকার ট্রায়াল চালানো হয়। এদের মধ্যে ১৮ জনের কোভিড-১৯ এর সংক্রমণ হয়েছি। তাদেরকে প্ল্যাসিবো দেওয়া হয়। এই ট্রায়ালে করোনা প্রতিরোধে টিকাটির শতভাগ কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
বোরলা জানিয়েছেন, তাদের টিকা যাতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের জরুরি অনুমোদন পায় সেই পরিকল্পনা করা হয়েছে।