বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ মোট তিনবার সংসদ সদস্য পদে জয়লাভ করে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তিনি।
গত ০৬ জানুয়ারি কামাল আহমেদ মজুমদার প্রতিমন্ত্রী হওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবের ফোন পেয়েছিলেন। ০৭ জানুয়ারি তিনিসহ অন্য মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সম্প্রতি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মাল্টিব্র্যান্ড গ্রুপ এর একটি প্রতিনিধিদল ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রতিমন্ত্রীও দক্ষতা এবং বিশ্বস্থতার সাথে ধারাবাহিকভাবে কাজ করে সুনাম অর্জন করায় মাল্টিব্র্যান্ড গ্রুপকে অভিনন্দন জানান।
রাজনীতির পাশাপাশি কামাল আহমেদ মজুমদার একজন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, গার্মেন্টস ইন্ডাস্ট্রির অন্যতম পায়োনিয়ার, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক ও লেখক। সাংবাদিকতার সাথেও তিনি জড়িত।
তিনি মোহনা টেলিভিশন লিমিটেড এবং এস.এস. এগ্রো কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান।