শাহরুখ-কাজলের নাচ দেখে নস্ট্যালজিয়ায় নেটিজেনরা

বলিউড কিং শাহরুখ খান-কাজল জুটির জাদু যে আজও এতটুকু ফিকে হয়নি, তার প্রমাণ আবারও সামনে এল। সম্প্রতি আমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। সেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ থেকে শুরু করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ তাদের জুটির একের পর এক হিট সিনেমার গানের সঙ্গে নাচে মেতে ওঠেন দু’জনে। 

আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নস্ট্যালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। নব্বইয়ের দশক থেকে আজও দর্শকদের মাতিয়ে রাখা ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ এবং ‘লাড়কি বাড়ি আনজানি হ্যায়’-এর মতো গানের সঙ্গে পারফরম্যান্স দেন তারা।

পুরোনো দিনের চেনা মেজাজে হাঁটু মুড়ে বসে কাজলের হাতে ফুলও তুলে দেন ‘কিং খান’। এরপরেই মঞ্চে দুই বন্ধুর আলিঙ্গনের মুহূর্তে ছুটে এসে তাতে সামিল হন পরিচালক করণ জোহরও।

সেই ছবি ও ভিডিও নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। অনেকেই দাবি তুলেছেন, ফের একবার বড় পর্দায় শাহরুখ–কাজলের জুটিকে দেখতে চান তারা।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ–কাজল। এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তারা। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ ছবিতে শেষবার জুটি বেঁধেছিলেন এই দুই তারকা।

দশক পেরিয়ে ফের শাহরুখ–কাজল জুটিকে একসঙ্গে দেখা যাবে কি না, সে উত্তর দেবে সময়। তবে আপাতত সে সব নিয়ে না ভেবে নস্ট্যালজিয়ায় ব্যস্ত তাদের অগণিত অনুরাগী।