শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরা আসছেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’

ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থানের কারণে ইতোমধ্যে শাহবাগ মোড়– সংশ্লিষ্ট সড়কগুলোয় যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।