উত্তর কোরীয় নেতা কিম জং উনের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। একটি অস্ত্রোপচারের পর সংকটজনক হয়ে গেছে তার শরীরের অবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকে জানায়, ১২ এপ্রিল কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। অতিরিক্ত ধূমপান, মুটিয়ে যাওয়া এবং অধিক পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়ায় এ অস্ত্রোপচার করা হয়। তিনি এখন হিয়াংসান কাউন্টিতে নিজ বাসভবনে বিশ্রামে আছেন। তবে কিমের অসুস্থতা কতটা গুরুতর সে বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি।
গেল ১৫ এপ্রিল শরীর অসুস্থ থাকার কারণে দাদার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি কিম। এরপর থেকেই তার সুস্থতা নিয়ে বিশ্ব মহলে প্রশ্ন ওঠে।