শান্তিতে নোবেল পেলো ডব্লিউএফপি

শান্তিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।

শুক্রবার নরওয়ের নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে বলে বিবিসি জানিয়েছে। পুরস্কারের অর্থমূল্য বাবদ এ বছর ১ কোটি সুইডিশ ক্রোনার পাবে ডব্লিউএফপি।

নোবেল কমিটি জানিয়েছে, মহামারি করোনার মধ্যেও ক্ষুধার বিরুদ্ধে লড়াই, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ-সংঘাত কবলিত এলাকার পরিস্থিতির উন্নয়ন এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার রোধ করতে চালিকা শক্তি হিসেবে কাজ করার জন্য ক্ষুধার বিরুদ্ধে অব্যাহত লড়াই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ডব্লিউএফপি’কে এবার শান্তিতে নোবেল দেওয়া হয়েছে।

নরওয়ের নোবেল কমিটির চেয়ারওম্যান বেরিট রেইস-অ্যান্ডারসন বলেন, ‘খাদ্য সুরক্ষাকে শান্তির উপকরণ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতায় মূল ভূমিকা পালন করেছে ডব্লিউএফপি এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহারকে মোকাবিলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে একত্রিত করার জন্য জোরালো অবদান রেখেছে সংস্থাটি।’

প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।

Comments (0)
Add Comment