একের পর এক চমক দিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রতিবার ভিন্ন ভিন্ন স্টাইল আর লুকে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন এই নায়িকা। এবার তাকে দেখা গেল জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ছোঁয়ায় একদম রেড হট পার্টি লুকে। কেকের ওপরের লাল চেরির মতোই উজ্জ্বল ও নজরকাড়া তার এই রেট্রো ভাইব। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
আজওয়া ব্র্যান্ডের গ্ল্যামারাস লাল সিল্কের শাড়িতে ফারিণকে লাগছিল অনন্য। শাড়িটিতে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ, সঙ্গে মিলিয়ে পরেছেন ব্যাকলেস ডিজাইনের ম্যাচিং ব্লাউজ। চিরাচরিত ড্রেপিংয়েই তিনি এনেছেন আধুনিক আবেদন, আর রঙের উজ্জ্বলতায় ফুটে উঠেছে তার অনন্য আকর্ষণ।
-
জুয়েলারির ক্ষেত্রেও ছিল দারুণ শৈল্পিকতা। এশিয়া জুয়েলস বাই তাসনুভা খানের জড়োয়া সেট, কানে ও গলায় পরা দুল আর নেকপিস পুরো লুকটিতে এনেছে রাজসিক ঝলক।
-
হেয়ার স্টাইলিংয়ে ফিরেছে ষাটের দশকের আমেজ। সামনে পাফ ও ব্যাংস আর খোলা ঝলমলে চুলে মিলেছে অতীতের ছোঁয়া ও বর্তমানের গ্ল্যামার।
-
লুকটির সবচেয়ে বড় হাইলাইট ছিল মেকআপ। সাজসজ্জায় জাহিদ খানের কারুকাজে ফারিণ হয়ে উঠেছেন একেবারে রেট্রো কুইন। গাঢ় কাজল, টানা আইলাইনার আর ঘন মাসকারায় চোখে এসেছে সাবেকি আবেদন, যা সম্পূর্ণ সাজটিকে দিয়েছে অনন্য মাত্রা।
-
সব মিলিয়ে স্লিভলেস ব্যাকলেস ব্লাউজে তাসনিয়া ফারিণের এই রেড হট পার্টি লুক সত্যিই ছিল চোখ ধাঁধানো। তার আবেদনময় উপস্থিতিতে যেন সময় থমকে দাঁড়িয়েছে রেট্রো গ্ল্যামারের যুগে।