শাওমির নতুন চিপ প্রথমবার ব্যবহার হবে গাড়িতে

এক্সরিং২ নামে শাওমির নতুন চিপটি প্রথমে কোনো স্মার্টফোন বা স্মার্টওয়াচে নয়, বরং ব্যবহার হবে ইলেকট্রিক (ইভি) গাড়িতে। চীনা টেক জায়ান্টটি সব ধরনের পণ্য, যেমন ফোন, স্মার্টওয়াচ বা অন্যান্য পরিধানযোগ্য ডিভাইস থেকে শুরু করে এখন গাড়িতেও একই ধরনের চিপ ব্যবহার করবে বলে জানিয়েছে।

প্রতিবেদন বলছে, শাওমি ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে বিভিন্ন যন্ত্র ও পরিবেশ, যেমন ঘরবাড়ি, গাড়ি ইত্যাদি সবই একই প্রযুক্তির মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে উন্মোচিত শাওমির এক্সরিং১ চিপ প্রমাণ করেছে শক্তিশালী ও দ্রুত কাজ করার মতো প্রসেসর বানানোর সক্ষমতা আছে কোম্পানিটির। চিপটি তৈরি করতে তিন ন্যানোমিটার নামে পরিচিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে। এসব চিপের কার্যক্ষমতা বেশ উন্নত ও প্রশংসনীয়।