শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৭ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (২ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল খোলমের হিন্দু কুষ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে, যেখানে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

সোমবার (৩ নভেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জয়ান্দা বলেন, আজ সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজন নিহতের খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, ভূমিকম্পে মাজার-ই-শরিফের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বলখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির প্রতিবেদন পরে জানানো হবে।

গত কয়েক মাসে আফগানিস্তানে একের পর এক ভূমিকম্প আঘাত হানছে। গত ২৪ অক্টোবর ও ১৭ অক্টোবর দেশটিতে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু ৩১ আগস্ট ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দু কুষ পর্বতমালা অঞ্চলে। এটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে। সূত্র: রয়টার্স