উইন্ডোজ ল্যাপটপের সবচেয়ে বড় সমস্যা হলো এর ব্যাটারির স্থায়িত্ব। ব্যাকআপ তুলনামূলকভাবে কম পাওয়ার কারণে ল্যাপটপ বারবার চার্জ দিতে হয়। এভাবে ঘন ঘন চার্জ দেয়াটাই অনেক সময় বিরক্তিকর বা ঝামেলাপূর্ণ হয়ে ওঠে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, উইন্ডোজ ১১-এর কিছু সাধারণ সেটিংস পরিবর্তন করলেই ল্যাপটপ সারা দিন চালানো সম্ভব আর বারবার চার্জারের খোঁজ করতে হবে না।
গ্র্যাফিকস সেটিংস পরীক্ষা
ডেডিকেটেড জিপিইউ সাধারণত ইন্টিগ্রেটেড জিপিইউর তুলনায় অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। এতে গেমিং ও ভারী কাজের ক্ষেত্রে পারফরম্যান্স বাড়ে, কিন্তু ব্যাটারি দ্রুত শেষ হয়। অনেক ল্যাপটপে হাইব্রিড ও ইন্টিগ্রেটেড মোড থাকে। ইন্টিগ্রেটেড মোডে ডেডিকেটেড জিপিইউ বন্ধ হয়ে যায়, ফলে ব্যাটারি খরচ অনেক কমে। উদাহরণস্বরূপ, এইচপি ওমেন ট্রান্সসেন্ড ১৪-এ ইন্টিগ্রেটেড মোড চালু করলে ৪ ঘণ্টা থেকে ৬-৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি পাওয়া যায়। তবে এ মোড গেমিংয়ের জন্য তেমন উপযুক্ত নয়।
অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ
উইন্ডোজ অনেক ব্যাকগ্রাউন্ড সার্ভিস চালায়, সব দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয়। যেমন উইন্ডোজ সার্চ ইনডেক্সার, টেলিমেট্রি, ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার সার্ভিস (বিআইটিএস)। এগুলো বন্ধ করলে ব্যাটারি সাশ্রয় হয় এবং ল্যাপটপও দ্রুত সাড়া দেয়। এছাড়া ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও কিছুটা বাড়ে।
পারফরম্যান্স মোড ব্যবহার
ল্যাপটপ নির্মাতারা বিভিন্ন ওইএম সফটওয়্যার পারফরম্যান্স বা পাওয়ার মোড দিয়ে থাকেন। কম শক্তি ব্যবহারের মোডে সিপিইউ ও জিপিইউর বিদ্যুৎ খরচ কমে, ফলে ব্যাটারি দীর্ঘায়িত হয়। উইন্ডোজ ১১-এ তিনটি বিল্ট-ইন মোড আছে। বেস্ট পারফরম্যান্স, ব্যালান্সড ও বেস্ট পাওয়ার এফিশিয়েন্সি। সাধারণ কাজের জন্য ব্যালান্সড মোড যথেষ্ট আর ব্যাটারি বেশি রাখতে চাইলে বেস্ট পাওয়ার এফিশিয়েন্সি ব্যবহার করা উচিত।
স্ক্রিন, ব্যাকলাইট ও পাওয়ার সেটিংস নিয়ন্ত্রণ
ডিসপ্লে উজ্জ্বলতা ও কিবোর্ডের ব্যাকলাইট ব্যাটারি দ্রুত শেষ করার কারণ। স্ক্রিন উজ্জ্বলতা কমানো ও আরজিবি বা ব্যাকলাইট বন্ধ রাখলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়। কিবোর্ডে একরঙা কম আলো ব্যবহার করলেও ব্যাটারি আরো দীর্ঘস্থায়ী হয়।
উইন্ডোজ পাওয়ার সেটিংস ব্যবহার
উইন্ডোজের স্ক্রিন ও স্লিপ সেটিংস ব্যবহার করে অচল থাকলে ডিসপ্লে বন্ধ করা যায়। কন্ট্রোল প্যানেলের অ্যাডভান্সড পাওয়ার অপশন ব্যবহার করে প্রসেসরের ন্যূনতম ব্যবহার ৫ শতাংশে সেট করা, ইউএসবি সিলেক্টিভ সাসপেন্ড চালু করা বা পিসিআই এক্সপ্রেস লিংক স্টেট পাওয়ার ম্যানেজমেন্ট সক্রিয় করলে ব্যাটারি আরো দীর্ঘায়িত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ল্যাপটপের মডেল ও ব্যাটারির স্বাস্থ্য অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। তবে এ পাঁচ কৌশল একসঙ্গে প্রয়োগ করলে ব্যবহারকারীরা অতিরিক্ত ১ ঘণ্টা বা তারও বেশি ব্যাকআপ পেতে পারেন।
—এমইউও অবলম্বনে