লেবাননে নথিবিহীন বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

অবশেষে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী পাসপোর্ট নম্বরবিহীন (যাদের কাছে কোনো ধরনের কাগজপত্র নেই) প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিশেষ সুযোগ দিয়েছে দেশটির জেনারেল সিকিউরিটি।

শুক্রবার (২১ মে) বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুন মাসের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশিরা নগদ ৬ লাখ ৫০ হাজার লিরা জমা এবং ৪ কপি ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে নাম নিবন্ধন করতে পারবেন।

রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আল আনসার স্টেডিয়ামে এই ৬ দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নাম নিবন্ধন চলবে।

লেবাননের জেনারেল সিকিউরিটি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে আবেদনকারী ‘পাসপোর্ট নম্বরবিহীন’ প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে পাঠানো হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ‘নথিবিহীন’ প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরতে দূতাবাসকে অনুরোধ জানিয়ে আসছিল। এর প্রেক্ষিতে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এমন সুখবর এলো।

Comments (0)
Add Comment