লেবাননে ইসরাইলের বিমান হামলা

রকেট ছোড়ার অভিযোগে লেবাননের বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার ভোররাতে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থাপনায় এ হামলা চালানো হয়।

ওমান সাগরে ইসরাইলের ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলার সপ্তাহ পার না হতেই বুধবার সরাসরি ইসরাইলে রকেট হামলার ঘটনা ঘটে।

লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরাইলে গিয়ে পড়ার পর তাৎক্ষণিক গোলাবর্ষণ করে জবাব দিয়েছিল ইসরাইল, এরপর বৃহস্পতিবার ভোরে বিমান হামলাও চালালো তারা। খবর রয়টার্সের।

হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুটি জায়গায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, লেবাননে সন্ত্রাসের জন্য ব্যবহৃত অবকাঠামোগুলোতে যেগুলো থেকে রকেটগুলো ছোড়া হয়েছে আমাদের যুদ্ধবিমানগুলো আঘাত হেনেছে।

গত শুক্রবার আরব উপসাগরের ওমান উপকূলে ইসরাইলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির দুইজন ক্রু নিহত হন। নিহতদের একজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন রোমানিয়ার।

ঘটনার পর থেকে চিরশত্রু ইরান ও ইসরাইলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ধারণা করছে, ইরান অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই হামলা করেছে।

Comments (0)
Add Comment