লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে বায়েজিদ উদ্দিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বায়েজিদ ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

শিশুটির পরিবার জানায়, বায়েজিদ দুপুরে খেলার সময় ঘরের মেঝেতে পড়ে থাকা লিচুর বিচি মুখে দেয়। এ সময় বিচিটি গলায় আটকে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার নাজিম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুটি মারা গেছে। ধারণা করা হচ্ছে, লিচুর বিচি গলায় আটকে ওই শিশুর মৃত্যু হয়েছে।