স্প্যানিশ লা লিগায় সেভিয়ার কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৭ ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ পেলো কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।।
প্রতিপক্ষের মাঠে বার্সার সামনে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলে শীর্ষে ওঠার। তবে কাতালানদের বিবর্ণ ফুটবলে হতাশা বাড়িয়েছে লেভানডোভস্কির পেনাল্টি মিস।
খেলার ১৩ মিনিটে সফল স্পট কিক থেকে ডেডলক ভাঙেন সানচেজ। এরপর ৩৬ মিনিটে রোমেরো ব্যবধান দ্বিগুণ করলে ইনজুরি টাইম এক গোল শোধ দেন রাশফোর্ড। দ্বিতীয়ার্ধের শেষদিকে আরও দুই গোল হজম করলে ৪-১ ব্যবধানের হার নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।