‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে শিমুল-লামিমা দুজনে পরিচিতি পেয়েছেন। এই ধারাবাহিকে তাদের রসায়ন ভক্তরা বাস্তব জীবনের সঙ্গে মেলাতে চেষ্টা করেন। কিন্তু পর্দা ও বাস্তবে বিস্তর পার্থক্য বলে জানালেন অভিনেতা শিমুল। এই জুটি যেমন দর্শকদের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে তেমনই তিক্ত অভিজ্ঞতাও তৈরি করেছে।
এই যেমন পর্দার লামিয়া বাস্তবের লামিমার কারণে শিমুলের নাকি বিয়েই হচ্ছে না।
কেমন সেই অভিজ্ঞতা? শিমুল বললেন, দর্শকরা মনে করে আমাদের কঠিন প্রেম চলে। কিন্তু একদমই তেমন না। আমাদের মধ্যে আসলেই খারাপ কিছু নাই। আমরা শ্রেফ অভিনয়টাই করি।
মজা করেই শিমুল বললেন, সবাই মনে করে লামিমা আমার গার্লফ্রেন্ড। তার কারণে আমার বিয়ে হচ্ছে না! আসল ঘটনা হচ্ছে, শুটিং ছাড়া অন্য সময়ে আমি তাকে আপনি সম্মোধন করি, লামিমা আপু বলে ডাকি, তিনিও আমাকে ভাইয়া বলে ডাকেন। তিনি শ্রেফ আমার কলিগ। তার সঙ্গে ভাল কিছু যদি থেকে থাকে সেটা হল স্ক্রিন কেমিস্ট্রি। আমাদের জুটিটা দর্শকরা পছন্দ করেন। তাই সবকিছু আমরা মেনে নিয়ে কাজ করি।
দর্শকদের তুমুল আগ্রহের কারণে সাফল্যের ধারাবাহিকতা বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রচার হচ্ছে। বঙ্গ ওটিটি, চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব এই তিন মাধ্যমেই দেখা যাচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালটি। প্রথম এপিসোড থেকে অভিনয় করতে দেখা যাচ্ছে শিমুলকে। সঙ্গে আরও আছেন মারজুক রাসেল, পলাশ, চাষী আলম, পাভেল, লামিমা, ইশতিয়াক রুমেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।
শিমুল বলেন, কিছুদিন হল নতুন সিজন শুরু হল। মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এবার আগে ওটিটিতেও আসছে, এই জিনিসটা দর্শকদের বোঝাতে একটু সময় লাগছে। তবে দর্শক উপভোগ করছে। না দেখলে তো মন্তব্য করার স্কোপ পেতো না। এসবের মধ্যেও পাইরেসি হয়ে যাচ্ছে। আসলে কোনো কনটেন্ট জনপ্রিয়তা পেলে সেটা অ্যাপ থেকে পাইরেসির কবলে পড়ে। আর আমাদের দেশের দর্শকদের সচেতন হতে আরও সময় লাগবে।