তানজিন তিশা ছুটি কাটাতে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।
বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, রুজভেল্ট আইল্যান্ডে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার ফ্রেমে তখন ম্যানহাটনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায়।
ছবিতে দেখা যায়, গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটেরিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা, সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস। ওপরে পরেছেন হালকা বাদামি রঙের কার্ডিগান, যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক।
এছাড়াও স্টাইলিশ চশমা, হালকা মেকআপ এবং খোলা চুলে তিশা ছিলেন একেবারেই মোহময়ী। পায়ে সাদা স্নিকার্সও নজর কাড়ে অনেকের।