রিয়ালকে একাই রুখে দিলেন সরলথ

লিগের শেষ দিকে এসে ধাক্কা খেল দুর্দান্ত মৌসুম কাটানো রিয়াল মাদ্রিদ। চার গোল করে লিগ চ্যাম্পিয়নরা জয়ের সম্ভাবনা জাগালেও বিরতির পর তাদের বিধ্বস্ত করে ড্র আদায় করেছে ভিয়ারিয়াল। প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ৪-৪ গোলে ড্র করেছে চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা রিয়াল। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে একাই চার গোল করেছেন ফরোয়ার্ড অ্যালেক্সান্ডার সরলথ।

ম্যাচের ১৪ মিনিটে আর্দা গুলেরের গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ৩০ মিনিটে জোসেলু ও ৪০ মিনিটে লুকাস ভেসকেসের গোল আরও সুবিধাজনক স্থানে নিয়ে যায় তাদের। ৩৯ মিনিটে সরলথ একটি গোল শোধ দিয়ে স্কোর ৩-১ করেছিলেন। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ৪৫+২ মিনিটে জোসেলু জাল কাঁপালে রিয়াল আবারও তিন গোলের লিড ধরে রাখে।

বিরতির পর বাকি সময় রিয়ালের রক্ষণে হানা দিয়েছেন নরওয়ের তারকা সরলথ। ৪৮, ৫২ ও ৫৬ মিনিটে আরও তিন গোল করে রিয়ালকে কোনঠাসা করে ছাড়েন তিনি। চার গোল করে লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন সরলথ। তার গোল সংখ্যা এখন ২৩।

লিগে টানা ৯ জয়ের পর হোঁচট খেল রিয়াল। ৩৭ ম্যাচে ২৯ জয় ও সাত ড্রয়ে তাদের পয়েন্ট ৯৪। আগামী ২৫ মে লিগের শেষ রাউন্ডে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এরপর আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইউরোপের সফলতম ক্লাবটি।

Comments (0)
Add Comment