রাশিয়ায় ঐতিহ্যবাহী মাসলেনিতসা উৎসব উদযাপন

কাঠের তৈরি প্রাসাদ পুড়িয়ে ঐতিহ্যবাহী মাসলেনিতসা উৎসব উদযাপন করলেন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলের মানুষ। এতি বছরের মতো এবার রবিবার (৩ মার্চ) ছিল শুভ ও অশুভ শক্তির প্রতীকী লড়াইয়ের আয়োজন। শীত শেষে বসন্তের শুরুর সময়টায় অশুভ শক্তি দমনের লক্ষ্যে উৎসবটি পালন করে আসছেন অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

দাউ দাউ করে পুড়ছে কাঠের তৈরি প্রাসাদের অবকাঠামো। যা দেখার জন্য চারপাশে হাজার হাজার উৎসুক জনতার ভিড়, কণ্ঠে উল্লাসধ্বনি।

অবাক করা এই দৃশ্যটি রাশিয়ার। দেশটির ঐতিহ্যবাহী মাসলেনিতসা উৎসব উপলক্ষে বিশেষ এ আয়োজন থাকে প্রতি বছরই। মহাধুমধামের সঙ্গে উৎসবটি এভাবেই উদযাপন করা হয় পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চলে।

পুরনো রীতি অনুসারে অশুভ শক্তিকে দমনে পোড়ানো হয় বিশাল আকারের কাঠের তৈরি টাওয়ার। এবার পোড়ানো টাওয়ারটি ছিলো ২৬ মিটার উঁচু। তৈরি করতে সময় লেগেছে প্রায় তিন মাস।

স্থানীয় একজন বলেন, ‘এই উৎসব খুবই আনন্দের। আমি চাই এটা অন্তত তিন দিন চলুক। আমি সবকিছু ক্যামেরাবন্দি করতে পেরেছি, আমি খুব খুশি।’

রাশিয়ায় শীত শেষে বসন্তের সূচনার সময়টায় মাসলেনিতসা উৎসব উপলক্ষে কাঠের দুর্গ পোড়ানো ছাড়াও থাকে নানা আয়োজন। ভিন্ন থিম উপস্থাপনের মাধ্যমে রাঙিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ। উৎসব উপলক্ষে শুভ ও অশুভ শক্তির প্রতীকী লড়াইয়ের আয়োজনও করা হয় প্রতিবার। যেখানে শেষ পর্যন্ত জয় হয় শুভ শক্তির।

স্থানীয় একজন বলেন, ‘শীতকালের পর এক ধরণের ধ্বংসের আভাস থাকে। তাই বসন্তে শুভ বার্তার লক্ষ্যে ঐতিহ্যবাহী ভাবে উৎসবটি পালন হয়ে আসছে।’

অর্থোডক্স খ্রিস্টানদের ঐতিহ্যবাহী উৎসব মাসলেনিতসা ‘প্যানকেক সপ্তাহ’ বা ‘বাটার সপ্তাহ’ নামেও পরিচিত। শীতের সমাপ্তির প্রতীক উৎসবটি রাশিয়া ছাড়াও বেলারুশ এবং ইউক্রেনেও পালিত হয়। সপ্তাহব্যাপী থাকে ভোজের আয়োজন।

Comments (0)
Add Comment