রাশিয়ার সত্যিকারের শত্রু পশ্চিমারা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সত্যিকারের শত্রু পশ্চিমা বিশ্ব। ইউক্রেন কেবল তাদের একটি অস্ত্র, যাকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে পশ্চিমারা রাশিয়াকে পরাজিত করতে চাইছে।

রাশিয়ার একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত সেনাদের সঙ্গে সোমবার দেখা করার সময় সাংবাদিকদের পুতিন বলেন, ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু এই পশ্চিমা দেশগুলোই। ইউক্রেন কেবল তাদের একটি অস্ত্র। ইউক্রেনের মাধ্যমে তারা তাদের নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে।

পুতিন জানান, মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান দ্বন্দ্বগুলোও তৈরি করেছে পশ্চিমা বিশ্ব। তারা এসব পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে পরাস্ত করতে চাইলেও তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, যারা রাশিয়ার হারের কথা ধরে রেখেছিলেন তারাই এখন ব্যর্থ হয়ে সংঘাত থামাতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রায় দুই বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ রাশিয়াও শেষ করতে চায় বলে জানান পুতিন। তবে সেটা রাশিয়ার শর্ত মেনেই শেষ করতে হবে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।—রয়টার্স

Comments (0)
Add Comment