রাতে ভোট: আওয়ামী লীগের জয় টাকা, পদোন্নতির বিনিময়ে

ছয় শতাধিক ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে তদন্ত কর গোয়েন্দারা

জাল ভোট, কেন্দ্র দখল, প্রার্থীকে হুমকি, অস্ত্রের মহড়া, সহিংসতা নির্বাচনে অনিয়মের চিরাচরিত দৃশ্য। এছাড়া নির্দিষ্ট কোনো প্রার্থীকে জয়ী করতে প্রশাসনের পক্ষপাতমূলক কাজও অহরহই ঘটে। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল কারচুপির এক ভিন্ন ও অভিনব কিন্তু লজ্জাজনক উদাহরণ।

সেবার দিনে নয় বরং ভোট হয় রাতে। অভিযোগ আছে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও আমলাতন্ত্র মিলেমিশে রাতে ব্যালটে সিল মেরে আওয়ামী লীগ প্রার্থীদের জয় নিশ্চিত করে।

অভিযোগ আছে নগদ টাকা, পদোন্নতিসহ নানা সুবিধার বিনিময়ে রচিত হয় আওয়ামী লীগের সেই বিতর্কিত বিপুল জয়। জুলাই অভ্যুত্থানের পর রাতের ভোটের কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে।

এরই প্রেক্ষিতে রাতে ভোটের কারিগর ডিসি, এসপিসহ ছয় শতাধিক ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে এনবিআরের কর গোয়েন্দা। তালিকায় আরও আছেন বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, এনবিআর কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বিতর্কিত ব্যক্তিরা।

কর গোয়েন্দারা জানান, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এছাড়া কানাডায় অর্থপাচারকারী ধরতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে জ্বালানি ও চিকিৎসা খাতের অন্যতম ইউনাইটেড গ্রুপ। এরই মধ্যে এই গ্রুপের একটি কোম্পানির কর ফাঁকির কিছু টাকা আদায়ও করেছেন গোয়েন্দারা।

তারকাদের মধ্যে সাকিব আল হাসান, নিপুনসহ অনেকেই আছেন তদন্তের আওতায়। এরই মধ্যে সাকিবের মায়ের নথিতে সন্দেহজনক সম্পদ পেয়েছেন গোয়েন্দারা। তারা জানান, এনবিআরের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার বিরুদ্ধেও চলছে তদন্ত।

২০২৪ এর দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপিদের বিরুদ্ধেও তদন্তে নেমেছেন গোয়েন্দারা। সংগ্রহ করা হচ্ছে তাদের ও পরিবারের আয়কর নথি। গোয়েন্দারা জানান, তদন্ত শুধু আয়কর নথিতে সীমাবদ্ধ থাকবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের তথ্য নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে সরেজমিন তদন্তও হবে। বের করা হবে গোপন বা অন্য নামে থাকা সম্পদও।

কানাডায় অর্থপাচারের অভিযোগ তদন্তেও উদ্যোগ নিয়েছে কর গোয়েন্দা। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে গণমাধ্যমে যাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এসেছে তাদের কর নথি খতিয়ে দেখা হচ্ছে। এই তালিকায় আছেন সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ।

Comments (0)
Add Comment