রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।