রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৮২০ পিস ইয়াবা, ২৩৫ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ৫৪৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ ও তিন ক্যান বিয়ার জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।