রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভে পথে পথে ভোগান্তি, বন্ধ ট্রেন

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে মহাখালী, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক আটকে’বিক্ষোভ দেখাচ্ছেন রিকশাচালকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে তারা মহাখালী, রামপুরা, মোহাম্মদপুর, আগারগাঁও, নাখালপাড়া এলাকার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে সেসব এলাকায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মহাখালীতে রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় মহাখালী ছাড়াও রামপুরা, আগারগাঁও ও মাজার রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অফিসগামী যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

রিকশা চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মত উত্তরেও রিকশার নতুন লাইসেন্স দিতে হবে, পুরনো লাইসেন্স নবায়ন করতে হবে।
তারা বলেছেন, সরকারের রাজস্ব বাড়ানো ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালকদের লাইসেন্স দিতে হবে।

মঙ্গলবার(১৯ নভেম্বর) ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

Comments (0)
Add Comment