রাজধানীতে দিনে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রোজায় প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

বুধবার (৫ মার্চ )মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রুবায়েত খানের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, রমজান মাসে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রমজানে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

Comments (0)
Add Comment