রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরার একটি বাড়ি থেকে স্বর্ণা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার বিকেলে ডেমরা থানার উপপরিদর্শক (এস আই) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মা জেসমিন আক্তার গণমাধ্যমকে বলেন, আমার মেয়ের সঙ্গে দুই বছর আগে রাহাতের বিয়ে হয়। রাহাত মেয়েকে বিভিন্ন সময় মারধর করতেন। রাতে আমার মেয়েকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

এস আই আবুল কালাম জানান, ডেমরা পার ডগাইর নতুনপাড়া শাহজামাল রোড এলাকার একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Comments (0)
Add Comment