রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় ভোট্গ্রহণ। দুপুর ১টা পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ শোনা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তদশ রাকসু নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় প্রায় ২৫ শতাংশের মত ভোট পড়েছে। সকাল ৯টা থেকে রা ভোট গ্রহণ শুরুর হলেও বেলা ১০টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায়। কেন্দ্রের সামনে আড্ডায়ও মেতে উঠেন শিক্ষার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
দুপুর ১২টায় রাকসু কোষাধক্ষ্য অধ্যাপক সেতাউর রহমান বলেন, প্রথম তিন ঘণ্টায় ২৫ শতাংশের মত ভোট হয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে হচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন।
এদিকে জুবেরী ভবনের সৈয়দ আমীর আলী হল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হারুনর রশীদ জানান, সেখানে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রের ভোটা সংখ্যা ১২৩৩, এর মধ্যে ৪০২টি ভোট পড়েছে।
শাহ মখদুম হল কেন্দ্রে একই সময়ে প্রায় ৬০০ ভোট পড়ার তথ্য দিয়েছেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক সৈয়দ সরোয়ার জাহান। তিনি বলেন, এভাবে ভোট পড়তে থাকলে; আমরা ধরে নিতে পারি ৪টার মধ্যে ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।
নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, “নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো সমস্যা হয়নি। প্রথম তিন ঘণ্টার একটা পরিসংখ্যান আমাদের কাছে এসেছে। ভোটগ্রহণ সন্তোষজনক।”
ভোট তথ্য
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে
ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে
মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন; তাদের ১১ হাজার ৩০৫ নারী, আর পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন
রাকসুর ২৩টি পদে মোট প্রার্থী ৩০৫ জন
১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী হয়েছেন
সিনেটে পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।