পবিত্র রমজান মাস উপলক্ষে অন্তত সাড়ে ছয়শ’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। মঙ্গলবার (৬ এপ্রিল) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দাম কমানো মূল্যের তালিকা প্রকাশ করেছে।
মূল্যছাড় দেয়া পণ্যের তালিকায় রয়েছে- আটা, চিনি, চাল, পাস্তা, মুরগি, তেল, দুধ সহ আরো বিভিন্ন খাদ্যদ্রব্য যেসবের চাহিদা রমজানের সময় বেড়ে যায়। স্থানীয় সময় আগামী মঙ্গলবার থেকে এই মূল্যছাড় কার্যকর হবে, রোজার শেষ দিন পর্যন্ত যা চালু থাকবে। রোজা পালনের সুবিধার্থে গত নয় বছর ধরেই মূল্যছাড়ের এই কার্যক্রম পরিচালনা করে আসছে কাতার।
পবিত্র মাসে সেখানকার বড় সব শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এদিকে শুধু মূল্যছাড় দেয়াই নয় এটি ঠিকভাবে কার্যকর হওয়া এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে পুরো রমজান মাসজুড়ে কঠোর নজরদারি চালাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ।