বল দখলে কিছুটা এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আক্রমণে সুযোগও তৈরি করল বেশি। কঠিন লড়াইয়ে এমন পারফরম্যান্সের কাঙ্ক্ষিত প্রতিদান মিলল শিরোপাধারীদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে দিল তারা।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এতে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে একটু এগিয়ে থাকল টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধের শুরুতে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। বিরতির আগে সফরকারীরা সমতায় ফেরে আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের নৈপুণ্যে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মরোক্কান উইঙ্গার ব্রাহিম দিয়াজ ফের লিড পাইয়ে দেন স্বাগতিকদের। সেটাই শেষমেশ যথেষ্ট হয় তাদের স্বস্তির জয়ের জন্য।
চলমান মৌসুমে তৃতীয়বারের দেখায় অ্যাতলেতিকোকে হারাতে পারল রিয়াল। ঐতিহ্যবাহী দুই স্প্যানিশ ক্লাব আগের দুবার মুখোমুখি হয়েছিল লা লিগায়। দুটি ম্যাচই ১-১ গোলে ড্র হয়েছিল।