যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) চাচ্ছে বাংলাদেশ একটা আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে আমরা খুব ভালো নির্বাচন করেছি।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রে মনোভাব তুলে ধরে তিনি বলেন, ‘এখানে যেটার ব্যত্যয় হয়েছে আমরা সংশোধন করব। তারা তাতে সন্তুষ্ট। আইন পরিবর্তন নয়, বলেছে আইনের অপপ্রয়োগ যাতে না হয়।’ প্রধানমন্ত্রীর জাপান সফরে আট-নয়টি এমওইউ স্বাক্ষর হবে বলেও তিনি জানান।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে খুবই খুশি। তারা আমাদের উন্নয়নের সহযোগী হতে চায়। এ জন্য আমাদের প্রতি তাদের বিশেষ নজর। আমরা একটা আদর্শ মডেল দেশ হতে পেরেছি।’
জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ সময় বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) চায় আমাদের যে নির্বাচন তা যেন অবাদ ও নিরপেক্ষ হয়। তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। আমাদের যে নিয়ম আছে, আমাদের দেশের আইন অনুযায়ী তারা নির্বাচন চায়।’
সরকারের কার্যক্রমে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কী কী করেছি স্বচ্ছ নির্বাচনের জন্য, ভোটার তালিকা তৈরি করেছি, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছি, আমরা একটি স্বচ্ছ নির্বাচন কমিশন করেছি-এ জন্য তারা খুশি হয়েছে।’
তিনি বলেন, ‘তারা চায় নির্বাচনের সময় যেন মারামারি না হয়। তাদের দেশেও এই জানুয়ারিতে কংগ্রেসের কয়েকজন লোক মরে গেছে। সে জন্য তারা চাচ্ছে বাংলাদেশ একটা আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে যে আমরা খুব ভালো নির্বাচন করেছি।’