যুক্তরাষ্ট্রে শহীদ মিনার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ ক আব্দুল মোমেন ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস যাচ্ছেন। দেশটির প্যারিস শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি শহরের একটি পাবলিক লাইব্রেরিতে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধনের কথা রয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জন কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, সফরকালে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত বৈঠকে বিভিন্ন সেশনেও যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

সাবরীন জানান, সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশনকে বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ শিগগিরই মাইগভ প্লাটফর্মের মাধ্যমে ৯টি সেবা বৈশ্বিক পর্যায়ে ডিজিটালাইজড করতে যাচ্ছে। এর মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন ও বিবাহ সনদের মতো অন্যান্য সেবাগুলো অনলাইনেই পাওয়া যাবে।

গত এক সপ্তাহে কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ প্রায় ১৮ হাজার বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দিয়েছে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment