তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করা গোটাবাইয়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে যেতে চান। সেখানে তিনি স্ত্রী এবং ছেলের সাথে থাকার জন্য মার্কিন গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
সূত্রের বরাতে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এ খবর নিশ্চিত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গোটাবাইয়া রাজাপাকসের আইনজীবীরা ইতিমধ্যেই গ্রিন কার্ড পেতে তার আবেদনের জন্য যথাযথ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। স্ত্রী ইওমা রাজাপাকসে মার্কিন নাগরিক হওয়ার কারণে গোটাবাইয়া এরকম আবেদন করার জন্য যোগ্য।
গোটাবাইয়া বর্তমানে তার স্ত্রী সহ থাইল্যান্ডের একটি হোটেলে রয়েছেন। ২৫ আগস্ট তার শ্রীলঙ্কায় ফিরে আসার কথা রয়েছে। যদিও কমপক্ষে নভেম্বর মাস পর্যন্ত থাইল্যান্ডে থাকবেন বলে তিনি প্রাথমিকভাবে পরিকল্পনা করেছিলেন।
সূত্র জানায়, দুই দিন আগে রাজাপাকসে তার আইনজীবীদের সাথে পরামর্শ করে এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন কারণ নিরাপত্তা উদ্বেগের কারণে তাকে থাইল্যান্ডে প্রত্যাশিতভাবে চলাফেরার অনুমতি দেওয়া হয়নি। ব্যাংকক পৌঁছার পর, থাই পুলিশ ক্ষমতাচ্যুত শ্রীলঙ্কান প্রেসিডেন্টকে নিরাপত্তার অজুহাতে হোটেলের ভিতরে থাকার পরামর্শ দিয়েছিল।