দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস। আগামী ১০ এপ্রিল পুরো সোলস টিম ৫০ বছর উদযাপন করতে সেখানে যাত্রা করবেন। এরই মধ্যে সোলস ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানের বিষয়ে প্রচারণা শুরু করে দিয়েছে। তবে এই সফরে টিমে থাকছেন না সোলসের জৈষ্ঠ্য সদস্য গায়ক নাসিম আলী খান। জানা গেছে, পারিবারিক ও ব্যাক্তিগত কারণে যুক্তরাষ্ট্রের এই সফরে থাকছেন না তিনি।
বিষয়টি নিয়ে সোলস ব্যান্ডের দল প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে আমাদের সঙ্গে পারিবারিক ও ব্যাক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের সঙ্গে কোনো কার্যক্রমে তিনি নেই। ‘
বিষয়টি নিয়ে নাসিম আলী খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার শারীরিক ও পারিবারিক ব্যাক্তিগত কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের সফরে থাকতে পারছি না। এছাড়া অন্য কোনো কারণ নেই। আমি কিন্তু ব্যান্ড ছাড়িনি।’
জানা গেছে, এবারের যুক্তরাষ্ট্রের সফরে ২০টি শোতে পারফর্ম করবে সোলস। এ কারণে দিনরাত স্টুডিতে চলছে রিহার্সেল।
এছাড়া ঈদ উপলক্ষে সোলস ভক্তদের জন্য থাকতে পারে নতুন গান। এমনই আভাস পাওয়া গেছে।