যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি মুদি দোকান থেকে এক লাখেরও বেশি ডিম চুরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪০ হাজার মার্কিন ডলার। বুধবার( ৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি গ্রিনক্যাসলের পিট অ্যান্ড গেরি’স অর্গানিকসে একটি লরির পেছন দিক থেকে এই চুরির ঘটনা ঘটে।
বার্ড ফ্লুর মহামারির মধ্যে ডিমের দাম বেড়ে যাওয়ায় ডিম আগের চেয়ে ব্যয়বহুল হয়ে উঠেছে। মাকিন ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াফেল হাউস ইতোমধ্যে তাদের ডিমের দাম বাড়িয়েছে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, গত এক বছরে ডিমের দাম বেড়েছে ৬৫ শতাংশের বেশি। কৃষি বিভাগ পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে ডিমের ব্যয় প্রায় ২০ শতাংশ বাড়বে। শুধু ডিসেম্বরেই ডিমের দাম বেড়েছে আট শতাংশের বেশি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াফেল হাউস গ্রাহকদের জন্য প্রত্যেকটা ডিমের দাম ৫০ সেন্ট বাড়িয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, ২০২২ সালে বার্ড ফ্লু মহামারি শুরু হয় এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
কৃষি বিভাগের তথ্যে আরও দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে একটি কার্টনের গড় মূল্য ছিল দুই দশমিক ৫১ ডলার এবং এক বছর পর তা চার দশমিক ১৫ ডলারে পৌঁছায়। দাম বৃদ্ধির কারণে অনেক দোকানে খালি তাক দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।