যুক্তরাষ্ট্রে বিমান্দবন্দরে দুই বিমানের সংঘর্ষ, নিহত ১

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কাসডেল শহরের বিমানবন্দরে নামার সময় একটি মাঝারি আকারের উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি উড়োজাহাজকে ধাক্কা দিলে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

এক সংবাদ সম্মেলনে স্কটসডেল ফায়ার ডিপার্ট্মেন্টের মুখপাত্র ডেভ ফোলিও জানান, আহতদের মধ্যে তিনজনকে শহরের ফিনিক্স হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, উড়োজাহাজ দু’টির একটিতে এক ব্যক্তি আটকা পড়ে আছেন, তাকে উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

রয়টার্স জানিয়েছে, ঠিক কী কারণে অবতরণ করা উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। ফোলিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অন্য কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত উড়োজাহাজটি ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ করেনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে বিমানবন্দরের রানওয়েটি বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে ছিটকে যাওয়া লিয়ারজেট ৩৫এ উড়োজাহাজটিতে চারজন (দুই পাইলট ও দুই যাত্রী) ও দাঁড়িয়ে থাকা গাল্ফস্ট্রিমের উড়োজাহাজটির ভেতরে একজন ছিলেন। কর্তৃপক্ষ হতাহতদের পরিচয় প্রকাশ করেনি।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, সংঘর্ষের কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরপর তিনটি প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। দেশটির বিমান নিরাপত্তা নিয়ে জোর তদন্ত চলার মধ্যেই ফের আরেকটি দুর্ঘটনা ঘটল।

সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া তিনটি উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড। এসব দুর্ঘটনার প্রথমটিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। এরপর ফিলাডেলফিয়াতে আরেক উড়োজাহাজ দুর্ঘটনায় ৭ জন এবং আলাস্কাতে আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হন।

Comments (0)
Add Comment