হোয়াইট হাউস টিম গঠনে চমক দেখানোর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন অর্থমন্ত্রী পদেও মনোনয়ন দিয়েছেন একজন নারীকে। তিনি হলেন ফেডারেল রিজার্ভ বা কেন্দ্রীয় ব্যাংক এর সাবেক চেয়ারম্যান ৭৪ বছর বয়সী জ্যানেট ইয়েলেন। এখন শুধু সিনেটে নিশ্চিত হতে আনুষ্ঠানিকতার পালা। বাইডেনের ট্রানজিশান টিম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকে স্থানীয় সময় সোমবার তথ্যটি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে এই প্রথম অর্থমন্ত্রী হিসেবে কোন নারী নিয়োগ পেলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন জ্যানেট ইয়েলেন। প্রথম কোন নারী হিসেবে ফেডারেল রিজার্ভ এর প্রধান হয়েছিলেন এই ঝানু অর্থনীতিবিদ। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। দীর্ঘ ২০ বছর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে তার।
গেলো কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে অর্থমন্ত্রী হিসেবে তার মনোনয়নের খবর আসছিল। কোন ধরনের বর্ণ বৈষম্য ব্যতিরেকে বাইডেন তার অর্থনৈতিক টিম সাজিয়েছেন নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী।