করোনাভাইরাসের মহামারিতে মাস্ক একটি অপরিহার্য বিষয় হয়ে গেছে আমাদের দৈনন্দিন জীবনে। সংক্রমণ থামাতে বিভিন্ন সরকারগুলো বাধ্যতামূলক সবাইকে মাস্ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে। নিয়ম না মানলে রাখা হয়েছে জরিমানার বিধান। তবে অনেক জায়গায় সংক্রমণ কমে যাওয়ায় সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।
তেমনই একটি সুখবর দিলেন সাকিব পত্নী সাকিব উম্মে আল হাসান। পর্যাপ্ত টিকাদান কার্যক্রম ও সংক্রমণ কমে আসায় মার্কিন যুক্তরাষ্ট্রে বেশকিছু অঙ্গরাজ্যে মাস্ক বিষয়ক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। অনেক জায়গায় মাস্ক না পরলেও চলবে এমন নির্দেশনা এসেছে।
আর মাস্ক পরতে হবে না, এমন এক ঘোষণায় উচ্ছ্বসিত সাকিব পত্নী ফেসবুকে লিখেন, ‘তুমি অনেক সাহায্য করেছো। কিন্তু এখন সময় হয়েছে বিদায় নেওয়ার। আমেরিকা মাস্ক ফ্রি হওয়ার ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করছি বাকি বিশ্বেও একই ঘটনা ঘটবে।’
পোস্টে তিনি আরও বলেন, ‘বিঃ দ্রঃ দয়া করে যেখানে আপনার নিরাপত্তার প্রয়োজন সেখানেই মাস্ক পড়ুন।’