যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট সহ ৩৭০ টার্গেট

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে নতুন করে আরও ৩৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

তাদের মধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে উক্ত নিষেধাজ্ঞা দেওয়ার আগে ‍যুক্তরাজ্য দেশটির বাণিজ্যেও অবরোধ আরোপ করেছিল। সেগুলোর মধ্যে ভদকার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

এখনকার, নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিদের সম্পদ জব্দ এবং তাদের ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে বলেও জানিয়েছে বিবিসি।

Comments (0)
Add Comment