২০২২ সালটা ভালোই কাটিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ে, বিশ্ববিদ্যালয় ডিগ্রি, পেশাগত জীবনে সফলতা— সব মিলিয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। নতুন বছরের শুরুতে পরিবার নিয়ে দুবাই যান এ নায়িকা। সেখান থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, দীর্ঘ আট বছর ধরে যাকে ভালোবেসেছি, এদিন তাকেই জীবনসঙ্গী করে নিলাম। বিয়ের পর আমার জীবনের সুন্দর মুহূর্তগুলো যুক্ত হতে থাকল। বছর শুরুর ঠিক আগের দিন পেলাম প্রথম সুসংবাদ।
তিনি আরও বলেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, আমার অভিনীত পরান দিয়ে ব্লকবাস্টার হিটের দেখা পাই। অন্য ছবি দামাল-এর জন্য দর্শক ও বোদ্ধাদের এত এত প্রশংসা—এটিও আমার বড় অর্জন এবং বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে, বাবা-মা ও ছোটবোনের কাছে, আমার সব প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে।
মিম বলেন, যদি লাক্স চ্যানেল আই সুপারস্টার না হতাম, তা হলে আজ এতদূর আসতে পারতাম না। আমার পথচলাও এত সুন্দরভাবে হতো না। ওই বছরটা বিনোদন অঙ্গনে আমার পথচলার সিঁড়ি তৈরি করে দিয়েছে, যা বেয়ে বেয়ে আমি এতটা পথ এসেছি। আগামী দিনে আরও লম্বা পথ পাড়ি দিতে চাই।
জীবনের পরিকল্পনা জানতে চাইলে এ নায়িকা বলেন, পরিকল্পনা ছাড়াই আমি চলি। কারণ পরিকল্পনা করলে আমার কোনো কিছুই হয় না। যেটি ভাবি তার ঠিক উল্টোটা আমার জীবনে ঘটে। তাই আমি আমার মতো কাজ করে যাই। কী হবে না হবে তা সময়ই ঠিক করে দেবে।
তিনি আরও বলেন, কী অর্জন করেছি তা ভাবতে রাজি নই। নতুন বছরে আমি কাজ করে যাব। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব। অভিনয়জীবনে ভালো কয়েকটি কাজ যোগ হলেই চলবে। কারণ শুটিং শেষ করা দুটি ভালো মানের ছবি রয়েছে, একটি অন্তর্জাল, অন্যটি মানুষ। দুটি ছবির গল্প দুই ধরনের। এর বাইরে আরও কয়েকজন পরিচালকের সঙ্গে চলচ্চিত্র নিয়ে কথা হয়েছে।