যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে

কোরবানি ঈদের ছুটি শুরুর আগের দিন থেকেই ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়ে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের।

বুধবার (৪ জুন) সকাল থেকে মহাসড়কের কোনো অংশে হালকা যানজট আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন।

 

বুধবার সকালে চট্টগ্রামগামী লেনে মুন্সিগঞ্জের ভবেরচর অংশে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তা ছড়িয়ে পড়ে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। পরে পুলিশের তৎপরতায় যানজট স্বাভাবিক হতে শুরু করে।

এই পথের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার ভোর ৪টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টায় এই যানজট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটারে পৌঁছায়। এরপর থেকে ধীরে ধীরে যানজট কমতে থাকে।  এদিকে সকাল ১০টার দিকে মহাসড়কের ১০ থেকে ১২ কিলোমিটার যানজট ছিল।