‘যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সহযোগিতা’

ইউক্রেন যাতে রাশিয়ার কাছে পরাজিত না হয় সেজন্য যত দিন প্রয়োজন ততদিন কিয়েভকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ‘রাশিয়ার কাছে পরাজিত না হয় তা নিশ্চিত করার জন্য আমরা ইউক্রেনের সঙ্গে থাকব এবং জোটের সবাই ইউক্রেনের সঙ্গে থাকবে। ইউক্রেন ইতোমধ্যেই রাশিয়ার ওপর ভয়ঙ্কর আঘাত হেনেছে।’

যুদ্ধ কবে নাগাদ শেষ হতে পারে সে বিষয়ে বাইডেন বলেন, ‘আমি জানি না এটি কীভাবে শেষ হবে, তবে এটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পরাজয় দিয়ে শেষ হবে না।’

আগামী দিনগুলোতে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, শিগগিরই ইউক্রেনকে আর ৮০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

Comments (0)
Add Comment