রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে আরও পাঁচজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও চাপাতি।
বৃহস্পতিবার(২৩০ ফেব্রুয়ারি) ভোররাতে চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের ঘটনায় নিহতদের পরিচয় এবং বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, আমরা পাঁচজনকে বাসার বিভিন্ন জায়গা থেকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দুটো বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সঙ্গে আরও একাধিক লোক ছিলো, যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়।
এদিকে রাজধানীবাসী বলছে, সম্প্রতি মোহাম্মদপুরে চুরি-ছিনতাই বেড়ে গেছে। অপরাধ দমনে এমন অভিযান চলমান রাখার দাবি জানিয়েছে তারা।
মোহাম্মদপুরের এক দোকানদার বলেন, আমাদের এই এলাকায় সন্ত্রাসী অনেক বেড়ে গেছে। তাদের যন্ত্রণায় কোথাও ঠিকমতো চলাফেরা করা যায় না। যখন তখন ছিনতাই করে, টাকা-পয়সা, মোবাইল ফোন নিয়ে যায়। সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়।
স্থানীয় বাসিন্দা এক নারী বলেন, রাস্তাঘাটে যখন তখন মারামারি-কোপাকুপি শুরু করে দেয়। আমরা তো দিশেহারা হয়ে পড়েছি।
এর আগে সোমবার মোহাম্মদপুরের আতঙ্ক কিশোর গ্যাং প্রধান কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।